বোয়ালমারীতে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের পাশে 'সাঈদী মঞ্চ' স্থাপন, চলছে সাঈদীর তাফসীর প্রচার

 

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের ধ্বংসাবশেষ এলাকায় জাতীয় শোক দিবসের আয়োজন বদলে সেখানে স্থাপন করা হয়েছে 'সাঈদী মঞ্চ'। প্রতি বছর যেখানে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর স্মরণে অনুষ্ঠান হয়, সেখানে এবার দেলোয়ার হোসেন সাঈদীর তাফসীর, বক্তৃতা ও জীবনী প্রচার করা হচ্ছে।

শুক্রবার সকালে এই মঞ্চটি তৈরি করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রজনতার ক্ষোভের মুখে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভটির আংশিক ভেঙে ফেলা হয়। এরপর থেকে স্থানটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। কিন্তু এ বছরের ১৫ আগস্ট সকাল থেকে উপজেলা ও পৌর ছাত্রশিবিরের উদ্যোগে সেখানে মাইকে সাঈদীর বিভিন্ন বক্তব্য ও জীবনী প্রচার করা হয়। একই সাথে এলাকাটি তার বিভিন্ন উক্তি সম্বলিত প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আজম বলেন, “২০২৩ সালের ১৪ আগস্ট আওয়ামী লীগের 'মেডিক্যাল কিলিংয়ের' শিকার হন দেলোয়ার হোসেন সাঈদী। ইসলামের প্রতি তার দাওয়াত ও খেদমত মানুষের কাছে তুলে ধরতেই এই আয়োজন।”

পৌর ছাত্রশিবিরের সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন বলেন, “আল্লামা সাঈদী মানুষের অন্তরে ছিলেন, আছেন এবং থাকবেন। ছাত্র জনতাকে তার জীবন ও তাফসীর সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন।”

স্থানীয় কয়েকজন পথচারী জানান, প্রতি বছর ১৫ আগস্টে শোক দিবস পালন করা হলেও এবার সেখানে সাঈদীর ওয়াজ শোনার সুযোগ হয়েছে।


Post a Comment

Previous Post Next Post