ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গোপন কথোপকথনের অডিও ফাঁস হয়েছে।
গত ১৮ আগস্ট, ২০২৫ তারিখে সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে ৫ মিনিট ২৬ সেকেন্ডের এই অডিওটি প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
অডিওটিতে শেখ হাসিনাকে জাতীয় পার্টিকে "জিন্দা লাশ" আখ্যা দিতে শোনা যায়। এছাড়াও তিনি বলেন, "জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? দরকার নাই আর ওই পার্টির। ঔ পার্টি নিয়ে আর কি করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়বো না।"
জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে আলোচনায় মোহাম্মদপুরের বিহারী পট্টি ও আন্দোলনকারীদের বিষয়ে কথাবার্তা হয়। নানক জানান, "মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে কিছু সমস্যা হচ্ছে।" এসময় শেখ হাসিনা জাতীয় পার্টির একটি গোষ্ঠীকে দায়ী করে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন।
এর আগে, গত রোববার শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের (ইনু) মধ্যে আরেকটি কথোপকথন ফাঁস হয়, যেখানে আন্দোলন দমনে "হেলিকপ্টার থেকে গুলি ও ছত্রীসেনা প্রেরণের" পরিকল্পনার কথা শোনা যায়।
#শেখ_হাসিনা #জাতীয়_পার্টি #জিন্দা_লাশ #জাহাঙ্গীর_কবির_নানক #ফাঁস_অডিও #আওয়ামী_লীগ