রাজধানীর পান্থপথের একটি শপিংমলে ‘ধাক্কামারা’ নামে পরিচিত এক চোর চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথী আক্তার জ্যোতি ও শাহনাজ বেগম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুক্রবার বিকালে এই দুই নারী একটি শপিংমলের লিফটের সামনে এক নারীকে ধাক্কা দিয়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে ৪০ হাজার টাকা চুরি করে।
ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে শপিংমলের নিরাপত্তা প্রহরীদের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় তাদের আরও দুই সহযোগী পালিয়ে যায়।
পরে আরও দুজন নারী ভুক্তভোগী জানান যে তাদের কাছ থেকেও নগদ এক লাখ টাকা ও ৬৪,৫০০ টাকা মূল্যের একটি সোনার টিকলি চুরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জুথী আক্তারের ব্যাগ থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা এবং সোনার টিকলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জুথী আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের প্রধান। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ১৪টি মামলা আছে।
এই চক্রটি ঢাকাসহ সারা দেশে শপিংমল, রাস্তা ও গণ-পরিবহনে চুরি করে বেড়াতো। তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
#ঢাকা_মেট্রোপলিটন_পুলিশ
#চোর_চক্র_গ্রেফতার
#শপিং_মল_নিরাপত্তা