বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ সরকারের পতনের পর 'আরেকটি গণতন্ত্রবিরোধী শক্তি' বিএনপিকে লক্ষ্যবস্তু করেছে।
মঙ্গলবার বনানী কবরস্থানে কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, বারবার দেখা গেছে যে, কিছু পক্ষ নানা অজুহাত তৈরি করে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করে।
তিনি আরও বলেন, "আমরা ১৯৮৬ সাল, তার পরবর্তী পর্যায়ে ১৯৯৪, ৯৫, ৯৬ সালে এবং গত বছর ৫ আগস্টের পরে তাদের নানা বিবৃতিতে আমাদের মনে হয়েছে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি।"
রিজভী জানান, এই শক্তি বিভিন্ন কৌশল অবলম্বন করে ধর্মের নামে কাজ করছে এবং আসন্ন নির্বাচনকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিবাদের দোসররা পার্শ্ববর্তী দেশ থেকে কালো টাকা ও অবৈধ অস্ত্রের জোরে নানাভাবে কাজ করছে।
#BNP #রুহুলকবিররিজভী #রাজনীতি #বাংলাদেশ #গণতন্ত্র #আওয়ামীলীগ #খালেদাজিয়া