ছাত্রলীগের নেত্রী: পরীক্ষা না দিয়েও পাস, ৬ মাসেও জমা পড়েনি তদন্ত কমিশনের প্রতিবেদন

 রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি স্নাতকোত্তরের মিডটার্ম পরীক্ষায় অংশ না নিয়েই পাস করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে গত জানুয়ারি মাসে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও, ছয় মাস পেরিয়ে গেলেও সেই কমিটি কোনো প্রতিবেদন জমা দেয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে ঐশী পরীক্ষায় অনুপস্থিত থেকেও পাস করেছেন। তার সহপাঠীরাও বলছেন, তারা ঐশীকে পরীক্ষায় উপস্থিত থাকতে দেখেননি। এই অভিযোগ সামনে আসার পর গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও, তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে ছাত্রদল ক্ষোভ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে, তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন যে প্রতিবেদন প্রায় প্রস্তুত এবং খুব দ্রুতই তা জমা দেওয়া হবে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

#বেরোবি #বেরোবি_ছাত্রলীগ #দুর্নীতি #শিক্ষাঙ্গন #ছাত্রলীগ #তদন্ত #Berobi #Corruption

Post a Comment

Previous Post Next Post