সাঈদীর রায়ে মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতাকে গণধোলাই, পুলিশে সোপর্দ

 পিরোজপুরের ইন্দুরকানীতে ২০১৩ সালে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ে আনন্দে মিষ্টি বিতরণকারী আওয়ামী লীগ নেতা হিরণকে স্থানীয় ছাত্র-জনতা আটক করে গণধোলাই দেয়। 

শনিবার রাতে ঘোষেরহাট বাজার এলাকায় তাকে আটক করে প্রথমে মিষ্টি খাওয়ানো হয়, পরে শারীরিকভাবে আক্রমণ করা হয়।

দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শনিবার রাতে তাকে চিনে ফেলে জনতা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ট্যাগ:
#পিরোজপুর #ইন্দুরকানী #আওয়ামী_লীগ #সাঈদী #গণধোলাই #আল্লাহমা_দেলাওয়ার_সাঈদী #হিরণ

Post a Comment

Previous Post Next Post