রাজনীতি, নির্বাচন, নাগরিক অধিকার এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কর্তৃক আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করে সহনীয় করায় ধন্যবাদ জানানো হয়। দলটি আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা এবং সংস্কার কমিশনের বিষয়ে তাদের নীতিগত অবস্থান তুলে ধরে।
দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
যুক্তরাষ্ট্রের পক্ষে পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ এবং পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
টেগ : ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল, রাজনীতি, নির্বাচন, নাগরিক অধিকার, আন্তর্জাতিক সম্পর্ক, গাজী আতাউর রহমান, জেমস স্টুয়ার্ট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক।