নিজস্ব প্রতিবেদক, ৩ আগস্ট, ২০২৫
"জুলাই বিপ্লব"-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত এক বছরে সরকারের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেছেন এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি দাবি করেন, দেশ একটি চরম বিশৃঙ্খল অবস্থা থেকে স্থিতিশীলতায় ফিরেছে এবং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে।
'আমার দেশ মাল্টিমিডিয়া'কে দেওয়া সাক্ষাৎকারে শফিকুল আলম বলেন, গত এক বছরে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে, রপ্তানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। তিনি সরকারের তিনটি প্রধান সাফল্য হিসেবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, ৭০ অনুচ্ছেদের মতো গণতান্ত্রিক প্রতিবন্ধকতা দূরীকরণে সংস্কার এবং জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় "আন্তর্জাতিক অপরাধ" এর বিচার শুরু করার কথা উল্লেখ করেন।
আলম একটি স্বাধীন পররাষ্ট্রনীতির কথা তুলে ধরে বলেন, "যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন এবং ভারত সবাই আমাদের বন্ধু, যদি তারা আমাদের সাথে ন্যায্য আচরণ করে।" তিনি আরও বলেন, দেশে মত প্রকাশের স্বাধীনতা ফিরে আসায় একটি "সাংস্কৃতিক বিপ্লব" ঘটছে, যেখানে তরুণ সমাজ নিজেদের মতামত অবাধে প্রকাশ করছে।
সরকারের সমালোচকদের জবাবে তিনি বলেন, পূর্ববর্তী ব্যবস্থা থেকে সুবিধাভোগী একটি গোষ্ঠী সরকারের সাফল্যকে মেনে নিতে পারছে না। তিনি বিদেশ থেকে শেখ হাসিনার কর্মকাণ্ডকে "দেশ থেকে লুট করা বিলিয়ন ডলার খরচের চেষ্টা" হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন। আলম বলেন, "কোনো সমাজ একজন খুনিকে গ্রহণ করে না," এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে তার অতীত উন্মোচিত হয়েছে বলে তিনি দাবি করেন।
নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই এই সরকারের প্রধান এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ।" তিনি অধ্যাপক ইউনূসের কথা উল্লেখ করে নিশ্চিত করেন যে, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা সফল হবে।
তিনি আরও জানান, সরকারবিরোধী কোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে এবং দেশের নিরাপত্তা বাহিনী ও জনগণ সরকারের পাশে রয়েছে। সবশেষে, শফিকুল আলম জানান যে তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন না এবং নির্বাচন শেষে সাংবাদিকতায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তিনি একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করাকে "পবিত্র দায়িত্ব" হিসেবে উল্লেখ করে দেশবাসীর আস্থা ও সহযোগিতা কামনা করেন।
হ্যাশট্যাগ:
#জুলাইবিপ্লব #শফিকুলআলম #বাংলাদেশরাজনীতি #নির্বাচন #BangladeshPolitics #Election2026 #InterimGovernment #BangladeshNews