ডাকসু নির্বাচনে শিবির: ভিপি পদে সাদেক কায়েম, জিএস ফরহাদ

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন সংগঠনের সাবেক সভাপতি সাদেক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন বর্তমান সভাপতি এস এম ফরহাদ। 

সোমবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহের পর ঢাবি শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ এই প্যানেল ঘোষণা করেন।

ঘোষিত প্যানেলে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

সাদেক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক ছাত্র হিসেবে পরিচিত। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির বাজার এলাকায়। 

অন্যদিকে, এস এম ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কবি জসীম উদ্দিন হলের আবাসিক ছাত্র। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষে জসীম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আজ ছিল ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিচ্ছেন। ছাত্রদলও এই নির্বাচনে নিজেদের প্যানেল নিয়ে অংশ নেবে বলে জানা গেছে।


#ডাকসু #ঢাকা_বিশ্ববিদ্যালয় #ছাত্রশিবির #ডাকসু_নির্বাচন #ভিপি #জিএস #ঢাবি #ছাত্ররাজনীতি

Post a Comment

Previous Post Next Post